• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সিরাজগঞ্জে কারাগার ভেঙে পালানোর চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২৪, ২১:১৮
ছবি : আরটিভি

সিরাজগঞ্জ জেলা কারাগারের মূল ফটক ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কারাবন্দিরা। এ সময় কারা অভ্যন্তরে ব্যাপক ভাঙচুর চালায় হাজতি-কয়েদিরা। শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কারাগারে কর্মরত কারারক্ষীরা।

বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। এই ঘটনার পর আজ কোনো বন্দিকে মুক্তি দেওয়া হয়নি।

সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার এ এস এম কামরুল হুদা জানান, দুপুর সাড়ে তিনটার দিকে জেলা কারাগারের অভ্যান্তরের রন্ধনশালায় কর্মরত কয়েকজন কয়েদি দা-বটি নিয়ে কারারক্ষিকে জিম্মি করে পালানোর জন্য কারা ফটকের কাছে পৌঁছে যায়। এ সময় তারা কারাগারের গেট ভাঙার চেষ্টা করে, একই সাথে চালায় ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফটকে দায়িত্বরত কারারক্ষীরা শর্টগানের গুলি ছোড়ে। তখন পিছু হটে কয়েদিরা।

তিনি আরও জানান, পালানোর চেষ্টা করা আসামিরা খুন, মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত। ছাত্র আন্দোলনে আটক হওয়াদের মুক্তি দেওয়া হয়েছে। এ মুহূর্তে কারাগারটিতে ১ হাজার ৪১৩ জন হাজতি ও কয়েদি রয়েছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু