• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

উত্তরায় প্রাইভেটকারে মিলল এক বস্তা টাকা

আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২৪, ০৭:৩৯
উত্তরায় প্রাইভেটকারে মিলল এক বস্তা টাকা
ছবি : সংগৃহীত

ঢাকার উত্তরায় একটি প্রাইভেটকার থেকে এক বস্তা টাকা উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এই ঘটনায় ৩ জনকে হেফাজতে নিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বুধবার (৭ আগস্ট) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে এ বিষয়ে স্থানীয়রা জানান, বুধবার বিকেলে হাউজবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যাল থেকে আটক করা হয় গাড়িটি। রাজধানীর উত্তরার একটি বাসার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়। এসময় তিনজনকে হেফাজতে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে গাড়ি থেকে এক বস্তা টাকা উদ্ধার করে হেফাজতে নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় স্থানীয় জনতা ও সাধারণ শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আওয়ামী লীগ ঘরোয়ানার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের এমডির গাড়ি থেকে এ টাকা উদ্ধার করা হয়। গাড়ি থেকে এক বস্তা টাকাসহ একটি শটগান উদ্ধার করে উত্তরা টাউন কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকা
ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে সাবেক মন্ত্রী মোশাররফ
আকাশে আলোর ঝলকানি, সাকরাইন উৎসবে মাতোয়ারা পুরান ঢাকা
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার