• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পঞ্চগড় সীমান্তজুড়ে রেড অ্যালার্ট জারি

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২৪, ০৯:৪০
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে বৃদ্ধি করা হয়েছে টহল।

বুধবার (৭ আগস্ট) এ রেড অ্যালার্ট জারি করা হয়।

বিজিবি সূত্র জানায়, পঞ্চগড়ের তিন পাশ জুড়েই ২৮৪ কিলোমিটার ভারতীয় সীমান্ত। দীর্ঘ এ সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি, নীলফামারী ৫৬ বিজিবি এবং ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। দেশের চলমান অস্থিরতার মধ্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং দেশ থেকে কোনো দুস্কৃতিকারী যাতে অবৈধপথে ভারত যেতে না পারে সেজন্য সীমান্তে কড়া নজরদারিসহ রেড অ্যালার্ট জারি করে বিজিবি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, উভয় সীমান্তেই রেড অ্যালার্ট জারি রয়েছে। ভারত তাদের নিরাপত্তার স্বার্থে আগেই রেড অ্যালার্ট করেছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমরাও সীমান্তে টহল বৃদ্ধিসহ পুরো সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, দুর্ভোগে মানুষ
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড
বেড়েছে শীতের তীব্রতা, পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে