কুমিল্লায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই নেই ট্রাফিক পুলিশ। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সারাদেশের মতো কুমিল্লায়ও নিরলসভাবে কাজ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকেই নগরীর বিভিন্ন ট্রাফিক মোড় ছাড়াও গুরুত্বপূর্ণ অংশে যানজট নিরসনের জন্য শিক্ষার্থীদের কাজ করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নগরীর কান্দিরপাড়, চকবাজার, রাজগঞ্জ, মোগলটুলি, ঈদগাহ মোড়, পুলিশ লাইনস, শাসনগাছা, টমছমব্রীজসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারও হাতে লাঠি, কারও মুখে বাঁশি। এমনকি ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমেও গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা।
শিক্ষার্থীরা জানান, যতক্ষণ না পর্যন্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে, ততক্ষণ তারা সড়কে থাকবেন।
মন্তব্য করুন