• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কুড়িগ্রামে সড়কের শৃঙ্খলায় শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২৪, ১৯:২২
ছবি : আরটিভি

কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের দায়িত্ব দ্বিতীয় দিনের মত পালন করছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অনেক শিক্ষার্থী এ দায়িত্ব পালন করে।

জেলা শহরের পৌরবাজার মোড়ে, কলেজ মোড়ে, শাপলা মোড়ে ও দাদা মোড় এলাকায় সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের ট্রাফিকিং দায়িত্ব পালন করছে।

এসময় তারা রাস্তায় মোটরসাইকেল আরোহী ও চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে কাজ করে। এতে জেলার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কুড়িগ্রাম সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, মজিদা আদর্শ ডিগ্রি কলেজসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়। এসময় তাদের এ ধরনের সুন্দর কাজে সাধারণ নাগরিক ও সেবা গ্রহণকারীরা ভূয়সী প্রশংসাসহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমার মৃত্যুর জন্য জাহেদা দায়ী, জীবনটা নষ্ট করেছে কাওছার’
কুড়িগ্রামে ৬৬ পদাতিক ডিভিশনের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ আসামি ছিনতাই
নাগেশ্বরীতে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার