পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
পটুয়াখালীর দুমকীতে পুকুরে ডুবে হালিমা আক্তার (৯) ও আবুবকর (৬) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালেখা গ্রামের নুরু মৃধার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত হালিমা ও আবু বকর ওই এলাকার আবদুর রহমান-কোহিনূর দম্পতির সন্তান।
মৃতের স্বজনরা জানান, দুপুরের খাবার শেষে নুরু মৃধার পুকুরের ঘাটে গোসল করতে গিয়ে আবু বকর ডুবে গেলে বোন হালিমা ওঠাতে গেলে দুজনেই তলিয়ে যায়। একপর্যায়ে ওই বাড়ির মোমেলা খাতুন নামে এক নারী পানিতে চুল ভাসতে দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। ওই সময়ে তাদের বাবা মা রাস্তায় গাছে বেড়া দেওয়ার কাজ করছিল। পরে দুজনকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য জানা নেই।
মন্তব্য করুন