জামালপুর কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৬
জামালপুর জেলা কারাগারে বন্দিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এতে জেলারসহ আহত হয়েছেন ১৮ জন। এর মধ্যে বন্দি রয়েছেন ৪ জন এবং জেলারসহ কারারক্ষী রয়েছেন ১৪ জন। আহতরা জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কারাগারের ভেতরে এই ঘটনায় ঘটে।
নিহত বন্দিরা হলেন- আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত।
জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টার আগে কারাগারের ভেতরে বন্দিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ফেরানোর সময় বন্দিরা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে কারারক্ষীরা। পরে বিক্ষুব্ধ বন্দিরা কারাগারের ভেতরে দুটি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেটের ভেতরে গেইট ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে। এ সময় বন্দিদের কাছে জিম্মি হয়ে পড়ে ১০ কারারক্ষী। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। রাতে কারারক্ষীদের ফেরত দেয় বন্দিরা। ভোর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। এতে নিহত হন ৬ জন্দি এবং জেলারসহ আহত হয়েছেন ১৮ জন।
মন্তব্য করুন