নড়াইলে নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার
নিখোঁজের দুইদিন পর নড়াইলে হাকিম শেখ (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) ভোরে চিত্রানদীর রঘুনাথপুর ঘাট এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
নিহত হাকিম শেখ বড়গাতি গ্রামের আইয়ুব মোল্যার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৭ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে বড়গাতি বাজারে গেলে হাকিম শেখকে কিছু লোক চলমান আন্দোলনের ব্যাপারে হুমকি দেয়। এরপর বাজারে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনা টের পেয়ে সেখানে সেনা টহল গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত ৯টার পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি হাকিমের। এরপর বৃহস্পতিবারও তার কোন খোঁজ না পেয়ে পরিবারের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে আজ সকালে তার লাশ পাওয়া যায়।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মো. সাজেদুল ইসলাম বলেন, চলমান সহিংসতার কারণে স্থানীয় কিছু লোকের সঙ্গে ৭ আগস্ট হাকিমের বাগবিতণ্ডা হয়। এরপর সে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন