• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভোক্তা অধিকারকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের বাজার তদারকি

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ১৫:৪৬
ছবি : আরটিভি

চুয়াডাঙ্গার সচেতন ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক বাজার তদারকি শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গার বড় বাজারের নিচের বাজারে এ অভিযান পরিচালনা করে। এ ছাড়া ফেরিঘাট রোডের বড় বাজার, নিচের বাজার, পাইকারি ও মুদি দোকান, কাঁচামালের আড়ৎ, মাছ ও মাংসের দোকানে তদারকি করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্রজনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা প্রদান করে। দেশের এ পরিস্থিতি কাঁচাবাজার, মাছ-মাংস সহ বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে গেছে কয়েকগুণ। ফলে বাজার তদারকি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অভিযোগে বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের মূল্যবৃদ্ধিকারী ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। অভিযানের খবরে শাক, সবজি, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমতে থাকে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখতে নিয়মিত বাজার তদারকি করা হবে বলে জানান শিক্ষার্থীরা।

এ সময় রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চুয়াডাঙ্গার (রুসাক) সভাপতি শরিফুল ইসলাম, সহসভাপতি আবু সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন বিপ্লবসহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুর সদর চান্দ্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলন
নকল শিশুখাদ্য বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা
শীতের আমেজ চুয়াডাঙ্গায়
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ লাখ টাকা জরিমানা