• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

যশোরে ট্রাকচাপায় পথচারী নিহত

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ১৮:০৭
যশোরে ট্রাকচাপায় পথচারী নিহত
ছবি : সংগৃহীত

যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি আবাসিক চিকিৎসক আলেক উদ্দিন।

নিহত ইউনুছ বিশ্বাস (৫৫) উপজেলার মাছনা গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জানা যায়, দীর্ঘদিন ধরে ইউনুছ বিশ্বাস মানসিক সমস্যায় ভুগছেন। তিনি প্রায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যান। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। পরে রাত ১২টার দিকে হাসপাতাল থেকে চাচার মৃত্যুর খবর আসে। ট্রাকচাপায় চাচার মাথা ও পা বাদে দেহের বাকি অংশ পিষ্ট গেছে।

মনিরামপুর ফায়ার স্টেশনের উদ্ধার কর্মী শেখ আকাশ বলেন, ‘দুর্ঘটনায় এক ব্যক্তির লাশ পড়ে থাকার কথা স্থানীয়রা আমাদের জানানোর পর আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছি।’

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি আবাসিক চিকিৎসক আলেক উদ্দিন বলেন, রাতেই স্বজনরা এসে লাশ নিয়ে গেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
বাঘারপাড়ায় আ.লীগের ৩০৮ নেতাকর্মীর নামে মামলা
যশোরের মাদরাসার ভাইরাল ভিডিওটি নিয়ে যা জানা গেল