নারায়ণগঞ্জের বন্দরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে মাঠে শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪ , ০৭:৩৭ পিএম


নারায়ণগঞ্জের বন্দরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে মাঠে শিক্ষার্থীরা
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেছেন তারা।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ আগস্ট) সংগঠনটির বন্দর শাখার উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দর সমরক্ষেত্র মাঠে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন কয়েক শত শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্দর শাখার সমন্বয়ক সালমান রহমান এ বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

সমাবেশে সালমান রহমান শীতলক্ষ্যা নদীর পাড়ে বন্দর ১ নম্বর খেয়া ঘাটে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক এবং নৌকার মাঝিসহ সকল যানবাহনের চালককে আজকের পর থেকে কাউকে চাঁদা না দেয়ার আহ্বান জানান। 

কেউ চাঁদাবাজি করতে এলে সবাই মিলে তাকে আটকে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় শিক্ষার্থীদের জানানোর অনুরোধও করেন তিনি।

এ ছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে ন্যায্য ভাড়া নেওয়ার জন্য সকল যানবাহনের চালক ও নৌকার মাঝিদের প্রতি আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্দর শাখার সমন্বয়ক।

বিজ্ঞাপন

একই সঙ্গে বন্দর উপজেলার যে সব এলাকায় মাদক বেচাকেনা হয় তা বন্ধে ও মাদক বিক্রেতাদের উচ্ছেদে আজ থেকেই অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে ছাত্র সমাজের এই সামাজিক সেবামূলক কাজে সহযোগিতা করতে স্থানীয় সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান সালমান রহমান।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের এসব পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয়রাও। 

সমাবেশে সংগঠনের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরাও বক্তব্য দেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission