• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

মৌলভীবাজারে দুপক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান নিহত

আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ২০:১৯
মৌলভীবাজারে দুপক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান নিহত
ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সানা। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মধুর দোকান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সানা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে মধুর দোকান বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা।

জানা যায়, রাজনগর উপজেলা পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সানা গ্রুপের পিন্টু সুলতান মিয়ার ও প্রতিপক্ষ দেওয়ান মিয়ার নেতৃত্বে দুই গ্রুপ দুপুরের দিকে মধুর দোকান বাজারে অবস্থান নেয়। এ সময় পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম সানাও এসে উপস্থিত হন। আধিপত্য নিয়ে কথা-কাটাকাটির জের ধরে দুটি গ্রুপ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলির আঘাতে মধুর দোকান বাজারে অর্ধশত লোকজন আহত হন। তবে গুলি বৃদ্ধ হয়ে মারাত্মক আহত হন পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সানা। তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম সানার মৃত্যু হয়। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন বলেন, ‘দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’

এ বিষয়ে ইউএনও সুপ্রভাত চাকমা বলেন, ‘শুনেছি দুপক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারা গেছেন।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
মৌলভীবাজারে ৯৯৩ মণ্ডপে হবে পূজা, নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা
কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টা পর মারা গেলেন স্বামী