নতুন প্রজন্মকে ঠান্ডা মাথায় এগিয়ে যেতে হবে: মঈন খান
নতুন প্রজন্মকে ঠান্ডা মাথায় এগিয়ে চলার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (৯ আগস্ট) নরসিংদীর পলাশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়কালে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে এ পরামর্শ দেন তিনি।
ড. মঈন খান বলেন, দেশের মুক্তি ও শান্তি ছাত্র জনতার শক্তিতে অর্জিত হয়েছে। এখন নিয়মনীতি, ন্যায়নীতি ও শৃঙ্খলার মধ্যে বাংলাদেশ পরিচালিত হবে। এখানে কারো অন্যায় আবদারে পরিচালিত হবে না।
এ ছাড়া দ্রুতই দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিএনপির এ নেতা বলেন, আশা করি, দেশের ১২ কোটি ভোটার তাদের ভোটের মাধ্যমে জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করে আকাঙ্খা পূরণ করবে।
এর আগে দুপুরে হাজারো নেতাকর্মীরা মিছিল নিয়ে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতুর পাশে জড়ো হয়ে বিএনপির এই নেতাকে বরণ করতে যায়। পরে সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা নিয়ে নরসিংদী-২ নির্বাচনি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
মন্তব্য করুন