• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

পঞ্চগড়ে নিহতদের স্মরণে পুলিশের গায়েবানা জানাজা

আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ২৩:৫৩
পঞ্চগড়ে নিহতদের স্মরণে পুলিশের গায়েবানা জানাজা
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত পুলিশ সদস্যদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসের ড্রিল শেডে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহসহ পুলিশ সুপার কার্যালয়, সদর থানা ও পুলিশ লাইনসের সদস্যরা।

জানাজা শেষে আন্দোলনে নিহত পুলিশ সদস্য, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাতের জন্য মোনাজাত করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার সিরাজুল হুদা বলেন, ‘অন্য আর ১০ জন মানুষের মতো আমরাও চাকরি করি। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বড় বৈষম্যের শিকার হয়েছে পুলিশ। চাকরি করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেসব পুলিশ শহীদ হয়েছেন, আমরা তার ন্যায়বিচার চাই। আন্দোলনে যেসব পুলিশ ও ছাত্রসহ যারা নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। কিছু অপেশাদার পুলিশ সদস্যের জন্য আজ এই অবস্থা তৈরি হয়েছে। ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াব।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত
ছাত্রদলের দুপক্ষের শোডাউনে আতঙ্কিত শিক্ষার্থীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
যেখানেই সিন্ডিকেট-চাঁদাবাজি দেখব উপড়ে ফেলব: সারজিস
ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন: আসিফ মাহমুদ