• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

সাবেক এমপি লতিফ সেনা হেফাজতে 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ০৯:৫৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে উদ্ধার করে তাকে হেফাজতে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনা সরকার পতনের পর এম এ লতিফ পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। শুক্রবার স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ পড়ে আসার পথে স্থানীয় বিএনপির নেতারা তাকে দেখে নানা মন্তব্য ও হট্টগোল করেন। পরে তিনি আত্মীয়ের বাসায় ফিরে এলে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে তারা। পরিস্থিতি বেগতিক দেখে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।

এম এ লতিফের পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন এম এ লতিফ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন। এ ছাড়া চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতিও ছিলেন লতিফ।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বগুড়ার সাবেক এমপির এপিএস গাইবান্ধায় গ্রেপ্তার
সাবেক এমপি ওদুদসহ ২৩ জনের নামে মামলা
নিলামে উঠছে সাবেক এমপিদের বিলাসবহুল ৫২ গাড়ি