ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১০ আগস্ট ২০২৪ , ০১:০০ পিএম


loading/img
ছবি : আরটিভি

নতুন সরকার গঠনের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পণ্যবাহী ট্রাকের পাশাপাশি বাসসহ গণপরিবহনের সংখ্যা বেড়েছে। যমুনা বহুমুখী সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭'শ ২১টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা। 

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা, যমুনা সেতু পূর্ব পাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীদের ভিড় রয়েছে। টাঙ্গাইল বাসস্ট্যান্ডসহ জেলার বিভিন্ন উপজেলা বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ দেশের নানা স্থানে বাস ছেড়ে যাচ্ছে। 

এ দিকে পুলিশ না থাকায় শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে। সেনাবাহিনীর সদস্যরা মহাসড়ক দিয়ে টহল দিচ্ছে। চালকরাও নির্বিঘ্নে যানবাহন চালাচ্ছে। 

বিজ্ঞাপন

যমুনা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। আগের কয়েকদিনের চেয়ে সেতু দিয়ে যানবাহন চলাচল বেড়েছে। গেল ২৪ ঘন্টায় সেতু দিয়ে ১৯ হাজার ৭'শ ২১টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা। 

এরমধ্যে পূর্ব পাড়ে যানবাহন পারাপার হয়েছে ৯ হাজার ৫৬৫টি। এ পাড়ে টোল আদায় হয়েছে ৮৮ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকা। পশ্চিম পাড়ে যানবাহন পারাপার হয়েছে ১০ হাজার ১৫৬টি। এ পাড়ে টোল আদায় ৯৪ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |