• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

রাজশাহীতে পুলিশের কর্মবিরতি, ১১ দফা দাবি

আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ১৩:৩২
রাজশাহীতে পুলিশের কর্মবিরতি, ১১ দফা দাবি
ছবি : সংগৃহীত

কর্মস্থলে নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে রাজশাহীতেও কর্মবিরতি পালন করছেন পুলিশের সাধারণ সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী পুলিশ লাইনসে বিক্ষোভ মিছিলে এ ঘোষণা দেন তারা।

এ সময় পুলিশ সদস্যরা যদি হয় সংস্কার, ‘পুলিশ হবে জনতার, আমার ভাই মরলো কেন, বিসিএস জবাব চাই, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’সহ নানা স্লোগান দিতে থাকেন।

এ সময় পুলিশের কনস্টেবল জীবন ইসলাম বলেন, এখানে আমরা যারা আছি তারা সবাই বাংলাদেশ পুলিশের নিম্নপদস্থ কর্মকর্তা। কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত সবাই আমরা আছি। আমাদের আজকের মূল দাবি হচ্ছে, বর্তমান সরকার ড. মোহাম্মদ ইউনূস তিনিও বাংলাদেশকে ঢেলে সাজাবেন।

তিনি আরও বলেন, আমরা চাই, ১১ দফার মাধ্যমে বাংলাদেশ পুলিশও সংস্কার হোক। সে কারণেই আমাদের স্লোগান হয়েছে, ‘যদি হয় সংস্কার, পুলিশ হবে জনতার’। সাধারণ মানুষেরও প্রত্যাশা পুলিশ হবে জনতার। পুলিশ বর্তমানে যেভাবে চলে এমন থাকলে কখনো জনতার হবে না, সংস্কারও হবে না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী
বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
নানা আয়োজনে রাবি প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চোট ফেরত শান্তর ব্যাটিং ঝড়ের পরও হারল রাজশাহী