• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

মহাসড়কে ধাওয়া করে ২ মাদক কারবারিকে আটক করলো ছাত্ররা

আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ১৪:২০
মহাসড়কে ধাওয়া করে ২ মাদক কারবারিকে আটক করলো ছাত্ররা
ছবি : সংগৃহীত

সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীরা ফেনসিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে।

শনিবার (১০ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা টিপরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার টিপরা বাজার এলাকার সমন্বয়ক শরিফুল ইসলাম।

আটককৃতরা হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার ধনপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এনায়েত হোসেন (২৫) ও একই এলাকার বাহার মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৩)।

সমন্বয়ক শরিফুল ইসলাম বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। বিনা পারিশ্রমিকে ছাত্র-সমাজ এ দায়িত্ব হাতে তুলে নেয়। প্রতিদিনের মতো শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার টিপরা বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছিলাম। একপর্যায়ে সন্দেহ হলে ঢাকামুখী সিএনজিচালিত একটি অটোরিকশাকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে চালক বেপরোয়া গতিতে ছুটতে থাকেন।

তিনি আরও বলেন, এক পর্যায়ে ধাওয়া করে অটোরিকশাটির গতিরোধ করে শিক্ষার্থীরা। পরে ভেতরে তল্লাশি চালিয়ে ৮ কার্টন ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলসহ দুজনকে সেনাবাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
ফেনীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
৮ গডফাদারসহ ৭১ জন শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার
মহাসড়কে সিএনজি-অটোরিকশা চলাচল নিয়ে বিআরটিএর যে নির্দেশনা