• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

এনায়েতপুর থানা পরিষ্কার করলেন শিক্ষার্থীরা, চালু হলো কার্যক্রম

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ১৪:৩৮
এনায়েতপুর থানা পরিষ্কার করলেন শিক্ষার্থীরা, চালু হলো কার্যক্রম
ছবি : আরটিভি

ছয় দিন পর চালু হলো সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের আইনি কর্মকাণ্ড। এর আগে শিক্ষার্থীরা বিধ্বস্ত থানা কম্পাউন্ড পরিষ্কার করে ব্যবহার উপযোগী করে তুলেন। এ ছাড়া এদিন চালু করা হয়েছে জেলার কাজিপুর ও সলঙ্গা থানার কর্মকাণ্ডও।

শনিবার (১০ আগস্ট) দুপুরে থানাটির পুলিশি কার্যক্রম চালু করা হয়।

এ সময় থানা কম্পাউন্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ-উপমহাপরিদর্শক সোইয়ব রেজা আলম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ আল আমিন ও পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।

এর আগে সকাল থেকে থানা কম্পাউন্ড পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এনায়েতপুর থানা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, চলতি মাসের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে হামলায় নিহত হন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জসহ ১৩ জন পুলিশ সদস্য ও ২ জন আন্দোলকারী। জ্বালিয়ে দেওয়া হয় এনায়েতপুর থানার সকল স্থাপনা ও যানবাহন।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুপার্কে আনন্দে দিন কাটল শতাধিক এতিম শিক্ষার্থীর
তিন দফা দাবিতে তাঁতিবাজার অবরোধ জবি শিক্ষার্থীদের  
বগুড়ায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
প্রেস সচিবের বক্তব্য প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি সাত কলেজ শিক্ষার্থীদের