• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

সেনবাগে মন্দির পরিদর্শনে জামায়াত নেতারা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ১৬:২৯
সেনবাগে মন্দির পরিদর্শনে জামায়াত নেতারা
ছবি : আরটিভি

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর মন্দির বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে নোয়াখালীর সেনবাগ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতারা।

শনিবার (১০ আগস্ট) সকালে উপজেলার মন্দিরগুলো পরিদর্শন করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় তারা মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলীদের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত করেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন কোনোরকম সন্ত্রাসী হামলার শিকার না হন, সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে তাদের পাশে থাকবেন বলে জানান তারা।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আলা উদ্দিন, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল মালেক, সেক্রেটারী মাওলানা নুরুল আবছার, প্রচার সম্পাদক মাওলানা কেফায়েত উল্যা, মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক আবুল খায়ের।

সেনবাগ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনের আগে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াত নেতারা।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
সেনবাগে উপজেলা কৃষক লীগের সভাপতি ওমর ফারুক মিলন গ্রেপ্তার
সেনবাগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সংলাপে অংশ নিতে যমুনায় জামায়াত নেতারা