• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

কালীগঞ্জে পরিবেশক সমিতির কমিটি গঠন, সভাপতি আলিম ও সাধারণ সম্পাদক শিপলু 

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ১৮:১৮
কালীগঞ্জে পরিবেশক সমিতির কমিটি গঠন, সভাপতি আলিম ও সাধারণ সম্পাদক শিপলু 
ছবি : আরটিভি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির কমিটি গঠন হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল ১১টায় কালীগঞ্জ পরিবেশক সমিতির নিজস্ব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত শেষে সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আব্দুল আলিম সভাপতি ও সাংবাদিক শিপলু জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, নবগঠিত কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে। কমিটি গঠন শেষে সংক্ষিপ্ত আলোচনায় নবগঠিত কমিটির সভাপতি আব্দুল আলিম জানান, দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখতে আমরা রাজনীতিবীদদের সহযোগিতা কামনা করছি।

এ সময় সাধারণ সম্পাদক সাংবাদিক শিপলু জামান বলেন, ব্যবসায়ীরা স্বাচ্ছন্দে ব্যবসা করতে না পারলে দেশের অর্থনীতিতে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। আমরা সবার সহযোগিতা কামনা করছি। কালীগঞ্জে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা সব পক্ষকে আহ্বান জানাই।

এ সময় আরও বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সহসভাপতি আজম হোসেন, সহসাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধক্ষ্য মারুফ বিল্লাহ, প্রচার সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালীগঞ্জে ট্রাক্টরচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
কালীগঞ্জে নদে ডুবে ২ শিশুর মৃত্যু
কালীগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার