• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

বাগেরহাটে নিজ ঘরে ঝুলছিল এক ব্যক্তির মরদেহ

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ১৯:০৯
বাগেরহাটে নিজ ঘরে ঝুলছিল এক ব্যক্তির মরদেহ
ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষিত মিস্ত্রি (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর সুতালড়ী গ্রামে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পরীক্ষিত মিস্ত্রি উত্তর সুতালড়ী গ্রামের খগেন্দ্রনাথ মিস্ত্রির ছেলে।

জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধ সমাধানের জন্য শনিবার বেলা ১১টার দিকে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। ওই সালিশ বৈঠক এড়াতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তার স্ত্রী সবিতা রানীর।

সবিতা রানী বলেন, ‘মূলত মানসিক চাপে পরীক্ষিত মিস্ত্রি আত্মহত্যা করেছেন। জমি-জমা নিয়ে ঝামেলা ছিল আমাদের।’

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘পুলিশের স্বাভাবিক কার্যক্রম এখনও শুরু হয়নি। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা আমাদের সহযোগিতা করেছেন।’

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
বাগেরহাটে প্রজনন খামারে ১৮ মহিষের মৃত্যু
বাগেরহাটে বিনামূল্যে ৪ হাজার রোগীকে চিকিৎসা সেবা 
যাত্রীদের চাহিদা বিবেচনা করে বাস চালানোর আহ্বান