রাজবাড়ীতে থানায় যোগ দেননি পুলিশ সদস্যরা
নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের নির্দেশের পরও রাজবাড়ী জেলার পাঁচ থানায় কাজে যোগ দেননি পুলিশ সদস্যরা। এতে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ঘটছে অগ্নিসংযোগ, লুটপাট, ছিনতাইসহ নানা অপরাধ।
পুলিশের অনুপস্থিতিতে সেনাবাহিনীর সদস্য ও আনসার সদস্যরা থানা পাহারা দিচ্ছেন। থানার সামনের গেটও বন্ধ রয়েছে।
শনিবার (১০ আগস্ট) থানার ওসিদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তারা জানান, থানার কার্যক্রম শুরু হয়নি। নিরাপত্তাহীনতার কারণে অফিসার-ফোর্সরা থানায় আসার সাহস পাচ্ছেন না। কবে নাগাদ কার্যক্রম শুরু হবে তাও নির্দিষ্ট করে বলতে পারেননি তারা।
এ দিকে ১১ দফা দাবি জানিয়ে শনিবার জেলা পুলিশ লাইন্সে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলার পুলিশ সদস্যরা। পরিস্থিতির জন্য দোষী পুলিশের শাস্তির দাবিও জানিয়েছেন তারা।
মন্তব্য করুন