• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

মাদারীপুরে ট্রাকচাপায় আইনজীবী নিহত

আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৪, ০৫:৪৫
ছবি : সংগৃহীত

মাদারীপুরে ট্রাকচাপায় অ্যাডভোকেট জাকির হোসেন লোকমান (৫৮) নিহত হয়েছেন।

শনিবার (১০ আগস্ট) দুপুরে এক্সপ্রেসওয়ের মাদারীপুর শিবচরের নিমতলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন লোকমান মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আব্দুল মান্নান উকিলের ছেলে। তিনি মাদারীপুর জেলা আদালতের সরকারি আইন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জাকির হোসেন লোকমান শনিবার দুপুরে চালকের পেছনে বসে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। পথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে শিবচরের নিমতলী এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল রাখেন। এরপর তারা যাত্রী ছাউনির দিকে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাদারীপুর আদালতের পিপি অ্যাডভোকেট আল মামুন গণমাধ্যমকে বলেন, নিহত জাকির হোসেন লোকমান মাদারীপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নসিমন খাদে পড়ে প্রাণ গেল চালকের 
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ জনের
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু