• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কেরানীগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে ২ তরুণীকে ধর্ষণের অভিযোগ

আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৪, ১১:২৪
কেরানীগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে ২ তরুণীকে ধর্ষণের অভিযোগ
ছবি : সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জে পানগাঁও এলাকায় রাস্তা থেকে ২ তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে দুই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ওই সময় দুই তরুণীর সঙ্গে থাকা অন্য দুজনকে মারধর, ৩টি মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

রোববার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির এক শিক্ষার্থী।

তিনি বলেন, কেরানীগঞ্জের পানগাঁওয়ে শুক্রবার রাতে দুই তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। হাসপাতালে ভর্তি দুই তরুণীর শারীরিক ও মানসিক অবস্থা খুব খারাপ। মানসিক যন্ত্রণায় তারা কথা বলতে পারছেন না। স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ওই তরুণীরা তাদের ছেলে বন্ধু নিয়ে কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে তেঘরিয়া এলাকায় ঘুরতে আসেন। পথে হবি মোল্লার ছেলে সিপন মোল্লা ও তার দলবল তাদের আটক করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল নিয়ে ছেলেদের ছেড়ে দেয়। এছাড়া সিপন ও তার দলবল ওই দুই তরুণীকে অস্ত্রের মুখে বাসায় নিয়ে ধর্ষণ করে। মুক্তি পাওয়া সেই ছেলেরা সকাল ৬টার দিকে কদমতলী এলাকায় এসে কিছু ছাত্রকে বিষয়টি খুলে বললে তারা সিপন মোল্লার বাড়িতে হানা দিয়ে ওই দুই তরুণীকে উদ্ধার করেন। এ সময় সিপনসহ তার বন্ধুরা বাড়ির ছাদ দিয়ে পালিয়ে যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
মুমূর্ষু রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা: এসপি
গ্রাহক সেজে ব্যাংকে ঢোকেন ডাকাতরা, এরপর যা যা ঘটে
ব্যাংক জিম্মি: কর্মকর্তা, গ্রাহক ও অর্থ লোপাট নিয়ে যা জানা গেল