• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

সিরাজগঞ্জে ৫ম দিনেও সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৪, ১২:৪১
সিরাজগঞ্জে ৫ম দিনেও যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীরা
ছবি : আরটিভি

সিরাজগঞ্জে ৫ম দিনেও সড়ক-মহাসড়কে যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে চলছে দেয়াল পরিষ্কার ও গ্রাফিতি অঙ্কন।

রোববার (১১ আগস্ট) সকাল থেকেই সড়ক-মহাসড়কে দায়িত্ব পালন শুরু করেন শিক্ষার্থীরা।

ট্রাফিক পুলিশ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করায় সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রদান করা হয় আনসার সদস্যদের ওপর। প্রথম দিন থেকেই তাদের সঙ্গে দায়িত্ব পালন শুরু করেন রোভার স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের এ দায়িত্ব পালন চলছে ৫ম দিনেও। ক্লান্তিহীনভাবে সকাল থেকে রাত অবধি যান চলাচলের শৃ্ঙ্খলা রক্ষায় কাজ করছেন শিক্ষার্থীরা।

একই সঙ্গে জেলা সদরের বিভিন্ন দেয়াল পরিষ্কার করে আঁকা হচ্ছে গ্রাফিতি।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা-ছেলে হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
শিশুপার্কে আনন্দে দিন কাটল শতাধিক এতিম শিক্ষার্থীর
সিরাজগঞ্জে এক ঘণ্টার পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিফা
সিরাজগঞ্জে আ.লীগের ১৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা