• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

রাজশাহীতে দুই বস্তা অস্ত্র উদ্ধার, আটক ১

আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৪, ১৫:৪২
রাজশাহীতে ২ বস্তা অস্ত্র উদ্ধার, আটক ১
ছবি : সংগৃহীত

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশি অস্ত্র উদ্ধার করেছে শিক্ষার্থীরা। শনিবার রাত ৯টার দিকে নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর এলাকা থেকে ওই অস্ত্রসহ একজনকে আটক করেন তারা।

রোববার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন।

আটক ব্যক্তির নাম হোসেন মিয়া। তিনি নগরের চণ্ডীপুর এলাকার বাসিন্দা।

কয়েক দিন ধরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অস্ত্র, টাকা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। রাজশাহীতে ৬ আগস্ট থেকে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। সন্দেহ হলে তারা গাড়ি তল্লাশিও করছেন। শনিবার রাতে নগরের রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন শিক্ষার্থীরা। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। গাড়ির পেছনে দুই বস্তা দেশি অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সৌপর্দ করেন।

এ বিষয়ে সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের সময় ওই প্রাইভেট কার থামান। পরে গাড়ির পেছন থেকে দেশি অস্ত্র উদ্ধার করে। আটক ব্যক্তি শিক্ষার্থীদের টাকা দিতে চেয়েছিলেন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হন। পরে তারা ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন।’

তবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, আমি এ ব্যাপারে এখনও কিছু জানি না। খোঁজ নিয়ে জানাবো।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত
ছাত্রদলের দুপক্ষের শোডাউনে আতঙ্কিত শিক্ষার্থীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
‘ছাত্র আন্দোলনের নেতা খালেদের মানসিক অবস্থা ভালো না’
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস