• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

কুমিল্লায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১২ আগস্ট ২০২৪, ১৫:০০
কুমিল্লায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ এনে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা দিদার মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুমিল্লা কোটবাড়ি সড়কে এ অবরোধ চলে।

এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বাবু মহাদেব চন্দ্র সাহার পদত্যাগের দাবি চেয়ে স্লোগান দেন। এ সময় স্কুলটির শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী এই বিক্ষোভকে সমর্থন করে তাতে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন করায় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা বহিরাগতদের দিয়ে প্রধান শিক্ষককে নানাভাবে হেনস্তা করেন।

তাই প্রধান শিক্ষকের দ্রুত পদত্যাগ দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা প্রধান শিক্ষক পদত্যাগ করা না পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলনে গুলিবিদ্ধ কারিমুলকে বাঁচানো গেল না
৫৬ দিনের লড়াই শেষ হলো কারিমুলের
মীর মুগ্ধকে নিয়ে আরটিভির প্রামাণ্যচিত্র
ভাইরাল ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সহযোদ্ধার বাসভবন’, যা জানা গেল