• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া অস্ত্র খেয়াঘাটে উদ্ধার 

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ১০:১৮
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া অস্ত্র খেয়াঘাটে উদ্ধার 
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জ শহরের হাজিগঞ্জ খেয়া ঘাট থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দুটি বস্তার মধ্যে তিনটি প্যাকেটে এ চারটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর এএসপি শাহাবুদ্দিন আহমেদ।

জানা যায়, প্রথমে স্থানীয়রা দেখে তা প্রশাসনকে জানালে র‍্যাব-১১ এর একটি টিম গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কর্মকর্তা ইমরুল কায়েস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো রাইফেল ক্লাব থেকে লুট করা অস্ত্র বলে শনাক্ত করেন।

এ বিষয়ে এএসপি শাহাবুদ্দিন আহমেদ বলেন, এখনও যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে বা যারা জানতে পারেন কোথাও আছে তারা দ্রুত আমাদেরকে জানান এবং জমা দিন। কারণ এই ধরনের আগ্নেয়াস্ত্র অপরাধীদের কাছে গেলে তা সমাজের জন্য বিপজ্জনক হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে অস্ত্র-গুলিসহ আটক ১
অস্ত্র ঠেকিয়ে ২১ গরু লুট, আহত ৩
পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন
ব্যাংকের লকার থেকে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার