• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

শেখ হাসিনার বিচারের দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ১৫:৪৮
শেখ হাসিনার বিচারের দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণ-অভ‍্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার দাবি করে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে নগরীর টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

এ সময় বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত‍্যা করা হয়েছে। অবিলম্বে এই হত‍্যাকারীকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত‍্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন‍্যথায় দেশের ছাত্র সমাজ আরও কঠোর হতে বাধ‍্য হবে।

বিক্ষোভ মিছিলে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন। এতে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নেতৃত্ব দেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব
শেখ হাসিনা বাকশাল ২.০ কায়েম করতে চেয়েছিলেন: সাকি
খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নই আসে না: সারজিস
আন্দোলনে একাই ২৮টি গুলি ছোড়েন ফরিদ, অবশেষে গ্রেপ্তার