• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

২৬ দিন পর রাজবাড়ী থেকে লোকাল ট্রেন চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ১৫:৫৩
২৬ দিন পর রাজবাড়ী থেকে লোকাল ট্রেন চলাচল শুরু
ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় নিরাপত্তা ঝুঁকিতে দীর্ঘ ২৬ দিন বন্ধ থাকার পর রাজবাড়ী থেকে সব রুটে মেইল ও লোকাল (সাটল) ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে চন্দনা কমিউটার ও আন্তনগর ট্রেন বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ট্রেনগুলো রাজবাড়ী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুর রহমান চৌধুরী।

জানা যায়, রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টায় ভাঙ্গাগামী ‘রাজবাড়ী এক্সপ্রেস’ এবং সোয়া ৬টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘শাটল’ চলাচলের মাধ্যমে শুরু হয় ট্রেন চলাচল। পরবর্তী সময়ে এই ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদহের উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নকশিকাঁথা কমিউটার’ ট্রেনটি সকাল সাড়ে ৭টায় রাজবাড়ী থেকে ছেড়ে যায়। লাইন সমস্যার কারণে ঢাকায় না গিয়ে ভাঙ্গা পর্যন্ত চলাচল শুরু হয়েছে। তবে প্রতিটি ট্রেনেই যাত্রী সংখ্যা তুলনামূলক কম। এদিকে সকাল সাড়ে ১০টায় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৬ দিন পর মঙ্গলবার সকাল থেকে মেইল ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা কমিউটার ট্রেনটি লাইন সমস্যার কারণে ঢাকায় না গিয়ে ভাঙ্গা পর্যন্ত যাচ্ছে। এ ছাড়া আন্তনগর ট্রেনগুলো ১৫ আগস্ট চলাচল শুরু হবে এবং চন্দনা কমিউটার ট্রেনটি পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’

স্টেশন মাস্টার আরও বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রেলমন্ত্রীসহ ১০ জনের নামে মামলা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, শিক্ষকসহ ৩ জন হাসপাতালে
রাজবাড়ীর চার থানায় নতুন ওসি
হেলমেট পরা মোটরসাইকেল চালকদের পুলিশের ফুলের শুভেচ্ছা