• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুসহ ৭১৮ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ১১:৪৩
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের দায়িত্ব পালনে বাধা ও তাদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ ১৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৪ আগস্ট মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেয় ছাত্র-জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল। মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে হামলা চালিয়ে আটজন পুলিশ সদস্যকে আহত করে। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হয়। শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়।

ওসি আরও বলেন, কাজে বাধা ও হামলা চালিয়ে আট পুলিশকে আহতের ঘটনায় ৭১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে টিপুকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপি বাহারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা
ফায়ার ফাইটারের মৃত্যু: ট্রাকচালক-হেলপার কারাগারে
নসরুল হামিদ ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা
লামায় বসতঘরে আগুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪