• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ক্লাসে ফিরে উচ্ছ্বসিত নওগাঁর প্রাথমিকের শিক্ষার্থীরা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ১৩:৩৯
ছবি: আরটিভি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আজ থেকে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। বুধবার নওগাঁর প্রায় ১ হাজার ৩৭৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও খুশিমনে ফিরেছে ক্লাসে।

বুধবার (১৪ আগস্ট) সকালে নওগাঁর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে পৌর এলাকার আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগের সঙ্গে শ্রেণিকক্ষে ক্লাস করছেন। আর শিক্ষকরাও তাদের পাঠদানে ব্যস্ত।

এ সময় কথা হয় বিদ্যালয়টির প্রধান শিক্ষক লায়লা বেগমের সঙ্গে।

তিনি বলেন, ৬ আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয়টি খোলা থাকলেও কোনো কার্যক্রম ছিল না। আজ সকাল ১০টা থেকে প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে। আর শিক্ষকরা পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিদ্যালয়ে সন্তানদের নিয়ে আসা কয়েকজনের অভিভাবকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

তারা বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তাই সন্তানদের তারা বিদ্যালয়ে নিয়ে এসেছেন।

অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা ও ক্লাস করতে পেরে বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে পুরোদমে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশনা পালনের জন্য অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি
নওগাঁয় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে
নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টির মতো ঝরছে শিশির
নওগাঁয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১