• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

হিলিতে পুলিশের কার্যক্রম শুরু, জনমনে স্বস্তি

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ১৫:০৫
ছবি: আরটিভি

কর্মবিরতি শেষে কাজে ফিরেছে দিনাজপুরের হিলি সীমান্তবর্তী হাকিমপুর থানা পুলিশ। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।

বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের ১০-১২ জনের একটি টিম হিলি স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকাসহ বাংলাহিলি বাজার, চারমাথা মোড়, সিপি রোড, রাজধানী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা টহল দিচ্ছেন।

টহলকালে পুলিশ কর্মকর্তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং কোনো বিষয় নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি কোথাও কোনো প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সঙ্গে সঙ্গে তা থানা পুলিশকে জানানোর কথাও বলছেন।

স্বাভাবিক কার্যক্রম শুরু করায় স্থানীয়রা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

তারা বলছেন, পুলিশের নিয়মিত টহল কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে যৌন উত্তেজক সিরাপ বিক্রি, জরিমানা
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা