• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সদ্য বিবাহিত যুবকের

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ১৭:৫০
ছবি : আরটিভি

চাঁদপুর-হাজীগঞ্জ সড়কের বাকিলা বাজারে যাত্রীবাহী বাসের চাপায় তৌহিদুল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) সকালে হাজিগঞ্জ উপজেলার বাকিলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার ব্যাংক কলোনি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আইদি পরিবহন নামের একটি বাস চাঁদপুর থেকে জগতপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে চাঁদপুরগামী একটি মোটরসাইকেল বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তহিদুল ইসলাম মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, তৌহিদুল ইসলাম সদ্য বিবাহিত। বুধবার সকালে মোটরসাইকেলে তার স্ত্রীকে হাজীগঞ্জে নামিয়ে দিতে যান। স্ত্রীকে সেখানে নামিয়ে চাঁদপুরের দিকে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতির ঘোষণা নৌযান শ্রমিকদের
যে কারণে ৬ জনকে খুন করেন ইরফান, জানাল র‍্যাব
জাহাজে হত্যাকাণ্ড: ৭ দিনের রিমান্ডে গ্রেপ্তার ইরফান   
নসিমন খাদে পড়ে প্রাণ গেল চালকের