সন্দ্বীপে বিএনপির শান্তি সমাবেশ
শেখ হাসিনা সরকারের পতনের পর চলমান পরিস্থিতিতে সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে শান্তি, ঐক্য, সংহতি বজায় রাখার স্বার্থে এক সমাবেশের আয়োজন করে হারামিয়া ইউনিয়ন বিএনপি।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে হারামিয়া ইউনিয়নস্থ মালেক মুন্সির বাজার প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবরের সভাপতিত্বে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে মিছিল সহকারে নেতাকর্মীরা সমবেত হলে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীনের পরিচালনায় সভায় বিএনপি নেতা ফছিউল আলম রহিম বলেন, স্বৈরাচার সরকারের অবিচারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে বিএনপি আজও ঐক্যবদ্ধ। বিজয় আমাদের দ্বারপ্রান্তে, আমাদেরকে ধৈর্যধারণ করে এগিয়ে যেতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু বলেন, ফ্যাসিবাদ সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিয়েছে। বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি-ছাত্রদল-যুবদলকে সন্দ্বীপের শান্তি-শৃখলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসিফ আকতার, বেলাল উদ্দিন, শামীম আফগানী, আবদুল কাইয়ুম, সাহিদুর রহমান বাবু প্রমূখ।
মন্তব্য করুন