• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, আটক ৭

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ২১:৩৫
ছবি : আরটিভি

কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও বিপুল পরিমাণ বিদেশি মাদকসহ ৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৪ আগস্ট) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক এক নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমার সমুদ্র এলাকা থেকে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ সমুদ্র এলাকায় প্রবেশ করে। কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বোটটি আটক করে তল্লাশি চালিয়ে ৮৩ বোতল বিদেশি মদ ও দুই কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত বিদেশি মদ ও ক্রিস্টাল মেথ (আইস) সহ আটককৃত ৭ জন মাদক চোরাচালানকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি, যাচ্ছেন ১২৩ বিজিপি-সেনা
কক্সবাজারে শৃঙ্খলা ফেরাতে ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবা চালু
ব্যবসায়ী রাশেদ হত্যাকাণ্ড: এক মাসেও অধরা খুনিরা
পর্যটন নগরীতে বিশ্ব পর্যটন দিবসের আকর্ষণ নেই