• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নীলফামারীতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

সৈয়দপুর প্রতিনিধি‌, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ২২:০১
ছবি : আরটিভি

নীলফামারীতে পৃথক স্থান থেকে অঞ্জণী রানী (৪০) ও অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) সকালে ডোমারের চিলাহাটি ও সন্ধ্যায় সৈয়দপুরের মিস্ত্রি এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অঞ্জণী রানী রায় ডোমারের চিলাহাটি এলাকার হিরেন রায়ের স্ত্রী ও আরেক জনের এখনও পরিচয় মেলেনি।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সন্ধ্যার দিকে শহরের মিস্ত্রীপাড়া এলাকায় একটি পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে কিন্তু এখনও তার পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহশীন আলী বলেন, অঞ্জনী রানী নামে এক গৃহবধূ পারিবারিক কলহের জেরে পার্শ্ববর্তী এক পরিত্যক্ত গোডাউন ঘরে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ শিশুর মরদেহ উদ্ধার
চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার
ধলেশ্বরী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার