• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের গণসমাবেশ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি‌, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ২২:২২
ছবি : আরটিভি

দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্টিত হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে স্থানীয় পৌর মুক্ত মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওনালা সাজিদুর রহমান, হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা মামুনুল হক, জুনায়েদ আল-হাবিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ১৫ আগস্টকে কেন্দ্র করে একটি মহল বিশৃঙ্খলা করার জন্য উস্কানি দিচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা বিগত ১৫ বছর পর্যন্ত হাতুরিলীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ১৬ বছর আগের ফ্যাসিবাদি পরাধীন বাংলাদেশ নয়। বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে যদি ১৫ আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় তাহলে তাদেরকে প্রতিহত করা হবে।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে আখরা করেছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতায় হস্তেক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
নবীনগরে ‘শীর্ষ সন্ত্রাসী’ ইব্রাহিম গ্রেপ্তার