• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

গাজীপুরে এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ টাকা ছিনতাই

আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ০০:১৬
গাজীপুরে এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ টাকা ছিনতাই
ছবি : সংগৃহীত

গাজীপুরে এনআরবিসি ব্যাংকের এক এজেন্ট শাখার কর্মচারীদের মারধর করে ২৯ লাখ টাকা ছিনতাই করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে গাজীপুরের মারিয়ালি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান।

স্থানীয়রা জানান, মারিয়ালী এলাকায় অবস্থিত সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এনআরবিসি ব্যাংকের একটি এজেন্ট শাখা রয়েছে। দলিল রেজিস্ট্রি ফি বাবদ আদায়ের ২৯ লাখ টাকা একটি মাইক্রোবাসে করে ওই শাখার তিন কর্মচারী ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। মারিয়ালি প্রাইমারি স্কুলের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে মাইক্রোবাসের গতিরোধ করেন। তারা হকস্টিক দিয়ে গাড়ির গ্লাস ভেঙে মাইক্রোচালক মো. হাবিবের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করেন। পরে কর্মচারীদের মারধর করে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যান। কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই টাকাগুলো বহন করা হচ্ছিল।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এনআরবিসি ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখার ম্যানেজার মাহমুদুল হক বলেন, ‘হেড অফিসের সঙ্গে পরামর্শ ছাড়া কী ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু বলতে পারবো না’।

এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘২৯ লাখ টাকার বেশি টাকা ছিল বলে ব্যাংকের লোকজন তাকে জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪০ বছরের কবরস্থান ফিরে পেতে ভুক্তভোগীদের মানববন্ধন
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
চোর সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল