• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

শেখ হাসিনার নামফলক ঢাকা হলো শহীদ আবু সাঈদের ছবি দিয়ে

আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ১১:৫৪
বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত ব্যানার দিয়ে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর পূর্ব প্রান্তে সেতু উদ্বোধনকালীন তৈরি করা শেখ হাসিনার নামফলক ঢেকে দিয়ে শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত এই ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।

ব্যানার টাঙানো দেখতে সেতু এলাকায় ওই সময় উৎসুক জনতার ভিড় জমে যায়। উপস্থিত জনতা করতালি ও স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

এ প্রসঙ্গে জাকারিয়া হোসাইন বাঁধন নামে এক শিক্ষার্থী বলেন, ছাত্র-জনতার রক্তে যার হাত রঞ্জিত, তার নামের কোনো ফলক বা স্মৃতি এ দেশে থাকবে না। তাই আমরা কোটাবিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামাঙ্কিত ব্যানার দিয়ে শেখ হাসিনার নামফলক ঢেকে দিয়েছে। পরবর্তীতে এই জায়গায় স্থায়ীভাবে শহীদ আবু সাঈদ স্মৃতিফলক নির্মাণ করা হবে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যোগ দিয়েই ছাত্র আন্দোলনে শহীদ গণির বাড়িতে ছুটে গেলেন ডিসি
উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ
শিশুপার্কে আনন্দে দিন কাটল শতাধিক এতিম শিক্ষার্থীর
তিন দফা দাবিতে তাঁতিবাজার অবরোধ জবি শিক্ষার্থীদের