• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

১৭ আগস্ট থেকে চলবে ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেন

আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ১৩:৪৬
ছবি : সংগৃহীত

কথা ছিল ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি আজ লালমনিরহাট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কিন্তু যান্ত্রিক ত্রুটি ও যমুনা সেতুতে কাজ চলার কারণে শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে শনিবার (১৭ আগস্ট) থেকে যথারীতি ট্রেনটি চলাচল করবে।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নূরন্নবী ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের যান্ত্রিক ত্রুটি ও যমুনা সেতুতে কাজ চলার কারণে এটি আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আগামী শনিবার থেকে যথাসময়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এর আগে, সহিংস ঘটনা এড়াতে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গত ৪ আগস্ট থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখে রেল মন্ত্রণালয়। তখন থেকেই রেলের অন্যান্য বিভাগের মতো লালমনিরহাট রেলওয়ে বিভাগও সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাট-কুড়িগ্রামে বন্যা, ৬০ হাজার মানুষ পানিবন্দি
বিপৎসীমার ওপরে তিস্তার পানি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
মামলা ঢাকায়, আসামি সব লালমনিরহাটের
ভারতে গিয়ে ভারতবিরোধী পোস্ট, ভিসা বাতিল বাংলাদেশি যুবকের