• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল মা ও শিশুর

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ১৬:৩৫
ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ থানার সামনে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও শিশু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক বাবা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা মরিয়ম আক্তার মিতু (২২) ও তার ১৫ মাস বয়সী শিশু সন্তান আলভী। আহত হয়েছেন মোটরসাইকেলচালক বাবা ইয়াছিন। তারা চৌদ্দগ্রাম উপজেলার আবাসপুর এলাকার বাসিন্দা।

সদর দক্ষিণ থানার উপপরিদর্শক মো. মাহমুদ হাসান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এ সময় মোটরসাইকেলে থাকা মা ও শিশু ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত হন মোটরসাইকেলচালক ইয়াসিন। তারা সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকার ইয়াসিনের বোনের বাড়ি থেকে শশুর বাড়ি ভাগলপুরের দিকে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, মোটরসাইকেলকে চাপা দেওয়া কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবকের প্রাণহানি
সাবেক এমপি বাহারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা
নসিমন খাদে পড়ে প্রাণ গেল চালকের 
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১