নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস
গণহত্যার বিচার, আহতদের সুচিকিৎসা ও বিগত ১৬ বছরের ঘুম, খুন ও দুর্নীতির বিচারের দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নোয়াখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ও নোয়াখালীর সর্বস্তরের ছাত্র-জনতা আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। জেলা শহরের মাইজদী বাজার এলাকা থেকে মার্চ ফর জাস্টিস শুরু হয়ে নোয়াখালী পৌর বাজারের সামনে এসে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন, হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয়েছিল তার বিচার হতে হবে। আন্দোলনের সময় যে সব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া বিগত ১৬ বছর সরকারে থাকার সময় স্বৈরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপি নেতারা যে দুর্নীতি করেছে এবং ঘুম, খুন হয়েছে তার বিচার করতে হবে।
মন্তব্য করুন