নাটোরের লালপুরে ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বৃষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত সাদের আলীর ছেলে। তিনি লালপুর থানা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
বিজ্ঞাপন
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দুপুরে ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।