• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কক্সবাজার থেকে ট্রেন চলাচল শুরু, যাত্রীদের স্বস্তি

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ১৮:১৪
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানা কর্মসূচির কারণে সৃষ্ট অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় বন্ধ ছিল কক্সবাজারে ট্রেন চলাচল। অবশেষে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর পর্যটন নগরী কক্সবাজার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ কারণে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ১২টা ৩০মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজারের আইকনিক রেলস্টেশনের মাস্টার গোলাম রব্বানী।

তিনি জানান, কক্সবাজার স্টেশন থেকে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা রয়েছে। এ ছাড়া ১৬ আগস্ট শুক্রবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আইকনিক রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানী বলেন, কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইকনিক রেলস্টেশন এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো লাইন বা স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন নিরাপত্তাজনিত কারণে গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
মাহফিলে অংশ নিতে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ শিশুর মরদেহ উদ্ধার
৩ ঘণ্টার চেষ্টায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে