• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ২৩:৩৯
ছবি : সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আক্তার হোসেন ঢালী (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার চর সেনসান ইউনিয়নের মাঝেরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আক্তার হোসেন ঢালী একই ইউনিয়নের বেড়া চাক্কি এলাকার বাবুল ঢালীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আক্তার হোসেন ঢালী নরসিংহপুর ফেরিঘাট এলাকায় একটি বিকাশের দোকান চালাতেন। গত শনিবার আনুমানিক রাত ৯ টার দিকে দোকান থেকে তাকে ডেকে নিয়ে যায় কিছু দুর্বৃত্ত। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ দুপুরে তার মরদেহ মাঝেরচর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ শিশুর মরদেহ উদ্ধার
চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার