• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

রাজবাড়ীতে বিএনপির অবস্থান কর্মসূচি 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ২৩:৫৪
ছবি : আরটিভি

ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে এবং ১৫ আগস্ট উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজবাড়ীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) শহরের আজাদী ময়দানে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহের আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালন করে। এর আগে তারা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল করে।

এদিকে জেলার কালুখালি উপজেলায় দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকে কালুখালি উপজেলার প্রধান সড়কে উপজেলা অফিসে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি শুরু করে। ওই অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কালুখালি উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি লায়ন এডভোকেট মো আব্দুর রাজ্জাক খান, রতনদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম মন্ডল, জিয়াউর রহমান জিরু ও সাইফুল ইসলাম প্রমূখ। এছাড়াও জেলার পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা বিএনপির আয়োজনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পরিচয়, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে যা ঘটল
হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া, এরপর যা ঘটল
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
সচিবালয়ে আগুন, ফেসবুকে যা লিখলেন ইঞ্জিনিয়ার ইশরাক