শেখ হাসিনার বিচার দাবিতে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ
গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দোষীদের বিচারের দাবিতে রূপগঞ্জে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতা গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
ভুলতা এলাকার কর্মসূচিতে বেলা ৩টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড এবং পাড়ামহল্লা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিস্থলে আসতে থাকেন। এসময় হাজার হাজার লোকের উপস্থিতিতে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলচত্বর এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বিক্ষোভ সভায় বক্তারা বলেন, ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থির করে তুলতে চাইছেন। এই সরকারের নির্দেশে অনেক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।
তারা আরও বলেন, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে বাংলাদেশের বিষয়ে ভারতকে চাপ দিতে বলেছেন। তিনি হয়তো ভুলে গেছেন বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র।
ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ করে বক্তারা বলেন, আমার ভাইদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের এই ঋণ আমরা কোনোদিন ভুলবো না।
সভায় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলার ও উপজেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন