• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

দেশত্যাগ ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি 

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৪, ১৫:১৯
ছবি: আরটিভি

সাম্প্রতিক পরিস্থিতিতে তালিকাভুক্ত ব্যক্তিদের অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রতিবেশি রাষ্ট্র ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

শুক্রবার (১৬ আগস্ট) বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।

তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং তালিকাভুক্ত ব্যক্তিদের অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রতিবেশি রাষ্ট্রে প্রবেশরোধে অতিরিক্ত জনবল মোতায়নসহ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। হিলি আইসিপিতে পাসপোর্টধারী যাত্রীসহ তালিকাভুক্ত ব্যক্তিদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

লে. কর্নেল নাহিদ নেওয়াজ আরও বলেন, জয়পুরহাট জেলার আওতাধীন সকল থানার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করে চলেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। হাকিমপুর থানা সীমান্তের কাছে অবস্থিত হওয়ায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) একটি প্লাটুন পুলিশ প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানের জন্য নিয়োজিত রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ভারতীয় খাঁসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
সাবেক দুদক কমিশনার জহুরুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অবিলম্বে ভারতের সীমান্ত হত্যা বন্ধ করা উচিত: মির্জা ফখরুল
সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ২ যুবক আটক